Corona Vaccine: ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু টিকাকরণ, চাইলেই অবশ্য মিলবে না করোনার ভ্যাকসিন

Continues below advertisement
৩০ জানুয়ারি ২০২০ ভারতে প্রথম করোনা রোগীর হদিশ মেলে। তার এক বছর পূর্ণ হওয়ার ঠিক ১৪ দিন আগে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনার ভ্য়াকসিনেশন। যে ভ্যাকসিনের জন্য মানুষ এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অবশেষে ১৬ জানুয়ারি থেকে তা মানুষের শরীরে প্রয়োগ শুরু হচ্ছে। কিন্তু তার পরে বেশ কিছু ধোঁয়াশা থেকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথম দুটি ধাপে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা, বয়স্ক ও কোমরবিডিটি থাকা মানুষজনের বাইরে যদি কেউ করোনার ভ্যাকসিন নিতে চান তাহলে তার কী ব্যবস্থা রয়েছে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram