Corona Vaccine: covaxin, covishield কে ছাড়পত্র DCGI-র, প্রথমে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের ওপর প্রয়োগ

Continues below advertisement
বছরের প্রথম দুই দিনে ইঙ্গিতটি মিলেছিল। তৃতীয় দিনে এল সুখবর। করোনার ভ্যাকসিন কোভ্যাকসিন ও কোভিশিল্ডকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল Drugs Controller General of India বা DCGI। অর্থাৎ এই দুটি ভ্যাকসিন প্রথমে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের ওপর প্রয়োগ করা হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ সংস্থা AstraZeneca-র তৈরী ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে পুণের সংস্থা SERUM Institute of India-র সঙ্গে। অন্যদিকে ICMR ও পুণের National Institute of Virology-র সঙ্গে যৌথ উদ্যোগে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কোভ্যাকসিন তৈরী করছে হায়দরাবাদের সংস্থা Bharat BioTech.
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram