Corona Vaccine In India: অপেক্ষা আর কয়েক সপ্তাহের, বৈজ্ঞানিকদের সবুজ সংকেত পেলেই শুরু টিকাকরণ, বলে দিলেন প্রধানমন্ত্রী
কোন ভ্যাকসিন আগে বাজারে আসবে? তা এখনও স্পষ্ট না হলেও বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতে ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে রয়েছে কোভিশিল্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ভ্যাকসিন। ভারতে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ, উৎপাদন এবং বাজারে আনার দায়িত্বে রয়েছে পুণের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কিন্তু শুধু ভ্যাকসিন তৈরি করলেই হল না। ১৩০ কোটির দেশে কী ভাবে দেশের সব অংশে পৌঁছাবে ভ্যাকসিন? টীকাকরণে রূপরেখা কী হবে? কারা আগে ভ্যাকসিন পাবেন? এই সব নিয়ে বিস্তারিত রূপরেখা দেন প্রধানমন্ত্রী। কয়েক সপ্তাহর মধ্যেই ভ্যাকসিন মিলবে। সেই আশার কথাও জানান।
তিনি বলেন, 'আমদাবাদ, পুণে ও হায়দরাবাদে গিয়েছি। ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং নিয়ে কী প্রস্তুতি তা খতিয়ে দেখেছি। ধরে নিন সবাই কোমর বেঁধে প্রস্তুত রয়েছে। আটটি এরকম ভ্যাকসিন রয়েছে যার গবেষণা চলছে। বিভিন্ন পর্যায়ে রয়েছে। এবং এগুলির ম্যানুফ্যাকচারিং ভারতেই হবে। ভারতের তিনটি ভ্যাকসিনের ট্রায়ালও বিভিন্ন পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের জন্য খুব বেশিদিন দেরি করতে হবে না। মনে করা হচ্ছে আগামী কিছু সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। বৈজ্ঞানিকদের সবুজ সংকেত পেলেই শুরু হয়ে যাবে টিকাকরণ।'