Corona Vaccine: ‘আমরা কেউ বিজ্ঞানী নই..’, কবে আসবে ভ্যাকসিন? দিশা দিতে পারলেন না খোদ প্রধানমন্ত্রী
Continues below advertisement
আমরা কেউ বিজ্ঞানী নই, এটা নিয়ে দক্ষও নই। প্রক্রিয়ার মাধ্যমে যেটা আসবে, সেটাই মেনে চলা হবে। Corona Vaccine নিয়ে ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বললেন Prime Minister Narendra Modi। ভ্যাকসিন এলে কীভাবে তার বণ্টন হবে, তা নিয়ে রাজ্যগুলিকে তৈরি থাকার পরামর্শও দেন তিনি। কেন্দ্র-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর। ৮ মাস পেরিয়ে গেছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯২ লক্ষ ছুঁইছুঁই। মৃত্যু মিছিলের মধ্যে আতঙ্কিত মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, কবে বাজারে আসবে ভ্যাকসিন? দাম কত হবে? এর উত্তর কোনটাই স্পষ্ট নয়। এর মধ্যে করোনার দ্বিতীয় সুনামি আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
Continues below advertisement
Tags :
করোনা পাশবালিশ ABP Ananda ‘ Virtual Meeting Modi Mamata Meeting ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Abp Ananda Corona Vaccine