Morning Headlines: Corona Vaccine বণ্টনে তৈরি বাংলা, বার্তা মমতার, রাজ্যে একদিনে করোনায় মৃত ৪৯

Continues below advertisement

Corona Vaccine নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বণ্টন নিয়ে তৈরি থাকতে বললেন রাজ্যগুলিকে। ভ্যাকসিন বণ্টনে তৈরি বাংলা, মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার বার্তা মমতার (Mamata Banerjee)। বললেন, Corona-র বিরুদ্ধে লড়াইয়ে ভালো কাজ করছে রাজ্য। ভ্যাকসিনের প্রথম ডোজের ৪২ দিন পড়ে ৯৫ শতাংশ সাফল্যের দাবি Russia-র। ভারতে প্রতি ডোজের দাম পড়তে পারে ৭৩০ টাকা। রাখতে হবে ২-৮ ডিগ্রির মধ্যে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৫৪৫ জন। ৪৯ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। মোদির সঙ্গে বৈঠকে ফের রাজ্যের বকেয়া নিয়ে সরব মমতা। কেন্দ্রীয় অনুদান থেকে জিএস্টি পাওনার দাবি। ৪ হাজার কোটি টাকা কোথায় খরচ করলেন? পাল্টা জয়প্রকাশ। ধর্ষণ নিয়ে বেলাগাম Agnimitra Paul। সৌগতর সঙ্গে বৈঠকের পর খেজুরিতে শক্তিপ্রদর্শন Suvendu Adhikari-র। অবশেষে মিহিরের দেখা পেলেন রবীন্দ্রনাথ তবে কাটল না জট। বিধাননগর পুলিশের হাতে ফের গ্রেফতার Rose Valley-কাণ্ডে নাম জড়ানো সুদীপ্ত রায়চৌধুরী। দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এমন আরও ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র।     

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram