করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই প্রতিষেধক বিতর্কে আয়ূষ মন্ত্রক, সমালোচনা বিশেষজ্ঞদের
Continues below advertisement
করোনার প্রতিষেধক খুঁজতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন সারা বিশ্বের গবেষকরা। কিন্তু, এরই মাঝে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের এই নির্দেশিকায় তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক। ৬ মার্চ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হয়। সেখানে বলা হয়, করোনা মোকাবিলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুলঞ্চ শাকের বড়ি খান! কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের সচিবের তরফে সমস্ত রাজ্যে এই নির্দেশিকা পাঠানো হয়। এহেন অ্যাডভাইজারির তীব্র সমালোচনায় সরব বিশেষজ্ঞ ও চিকিৎসকদের একাংশ। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ধরণের পরামর্শ মানার পর যদি কারও সমস্যার সমাধান না হয়, তাহলে আখেরে ক্ষতি হবে আয়ুর্বেদের!
এর আগে ২৯ জানুয়ারি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের একটি বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। যেখানে করোনা ঠেকাতে আর্সেনিকাম অ্যালবাম থার্টি নামে একটি হোমিওপ্যাথ ওষুধ খেতে বলে আয়ুষ মন্ত্রক। এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন হোমিওপ্যাথি চিকিৎসকরাই।
সোশাল নেটওয়ার্কিং সাইটে ঘুরে বেড়াচ্ছে BACILLINUM 200 - নামে আরও একটি হোমিওপ্যাথ ওষুধের নামও। কখন এই ওষুধ খেতে হবে, কতটুকু খেতে হবে, সেসবও বাতলে দেওয়া হচ্ছে সোশাল নেটওয়ার্কিং সাইটে! বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করছেন, নিজে ডাক্তারি করতে গেলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না! বিশেষজ্ঞদের পরামর্শ, করোনা ঠেকাতে প্রয়োজন সতর্কতা। অসুস্থ বোধ করলে, ঝুঁকি না নিয়ে দেখাতে যান চিকিৎসকের কাছেই।
এর আগে ২৯ জানুয়ারি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের একটি বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। যেখানে করোনা ঠেকাতে আর্সেনিকাম অ্যালবাম থার্টি নামে একটি হোমিওপ্যাথ ওষুধ খেতে বলে আয়ুষ মন্ত্রক। এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন হোমিওপ্যাথি চিকিৎসকরাই।
সোশাল নেটওয়ার্কিং সাইটে ঘুরে বেড়াচ্ছে BACILLINUM 200 - নামে আরও একটি হোমিওপ্যাথ ওষুধের নামও। কখন এই ওষুধ খেতে হবে, কতটুকু খেতে হবে, সেসবও বাতলে দেওয়া হচ্ছে সোশাল নেটওয়ার্কিং সাইটে! বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করছেন, নিজে ডাক্তারি করতে গেলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না! বিশেষজ্ঞদের পরামর্শ, করোনা ঠেকাতে প্রয়োজন সতর্কতা। অসুস্থ বোধ করলে, ঝুঁকি না নিয়ে দেখাতে যান চিকিৎসকের কাছেই।
Continues below advertisement