করোনার ভ্যাকসিন বণ্টন নিয়ে কী মত দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক?

Continues below advertisement

করোনার ভ্যাকসিন বাজারে আসার পর, বাড়তি গুরুত্ব দিতে হবে বণ্টন প্রক্রিয়ার দিকে। যাতে সকলে সেই ভ্যাকসিন পান। এমনটাই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এদিন ভ্যাকসিন সংক্রান্ত একটি ডিজিটাল আলোচনাসভায় অংশ নেন তিনি।

 

দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই দেশে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। তাহলে কি তখনই হাতে চলে আসবে ভ্যাকসিন? এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা।



বৃহস্পতিবার ভ্যাকসিন সংক্রান্ত একটি ডিজিটাল আলোচনাসভায় নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা রাজ্যের গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের প্রধান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে যত ডোজ প্রয়োজন, তা উৎপাদন যথেষ্ট সময়সাপেক্ষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram