লকডাউনে দ্বিতীয় দিনে ১০১ দিন পর শাহীনবাগে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ
Continues below advertisement
লকডাউনে দিল্লিতে শাহীনবাগে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, লকডাউনের পরিস্থিতিতে জমায়েত বেআইনি বলে, আন্দোলনকারীদের সরে যেতে বলা হয়। কয়েকজনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ডিসেম্বর থেকে অবস্থান আন্দোলন চলছিল শাহীনবাগে।
Continues below advertisement
Tags :
Lockdown In Delhi Coronavirus Awareness Shaheen Bagh Protesters Shaheen Bagh Abp Ananda Anti CAA Protest Covid-19 Coronavirus Delhi Police