করোনা আবহে রেস্তোরাঁয় কেন্দ্রের নতুন নির্দেশিকা, জানুন কী কী নতুন নিয়ম মানতে হবে?
Continues below advertisement
করোনা আবহে রেস্তোরাঁয় কেন্দ্রের নতুন নির্দেশিকা। কনটেনমেন্ট জোনে পুরোপুরি বন্ধ থাকবে রেস্তোরাঁ। রেস্তোরাঁয় একসঙ্গে ৫০ শতাংশের বেশি গ্রাহক নয়। অন্তঃসত্ত্বা, ১০ বছরের নীচে শিশুদের বাড়িতেই থাকার পরামর্শ। ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তির ক্ষেত্রেও বাড়িতে থাকার পরামর্শ। দাঁড়িয়ে থাকা অবস্থায় ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশ। সরাসরি গ্রাহকের হাতে দেওয়া যাবে না খাবারের প্যাকেট। হোম ডেলিভারির আগে রেস্তোরাঁর কর্মীদের থার্মাল চেকিং। ব্যাগ হোটেলের ঘরে পাঠানোর আগে করতে হবে জীবাণুমুক্ত। হোটেলের ঘরে রুম সার্ভিসেও রাখতে হবে সামাজিক দূরত্ব। কনটেনমেন্ট জোনে খোলা যাবে না কোনও ধর্মীয় স্থান। ধর্মীয় স্থানে ৬ ফুট দূরত্ব রাখতে হবে দর্শনার্থীদের। ৮ তারিখ থেকে কেন্দ্রের নতুন নির্দেশিকা কার্যকর।
Continues below advertisement
Tags :
New Guideline Offices Hotels Restaurants Religious Places ABP Live Abp Ananda Unlock One Coronavirus