বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
Continues below advertisement
আবার নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের পূর্বভাগে তৈরি হতে পারে নিম্নচাপ। সোমবার ওই নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে বুধবার থেকে ওড়িশায় তৈরি হতে পারে প্রবল বর্ষণের পরিস্থিতি। এর প্রভাব পড়তে পারে রাজ্যের ওড়িশা সংলগ্ন উপকূলের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-এক জেলায় আজ বিকেল বা সন্ধের দিকে সামান্য ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে ফের মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় না হলে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে দেরি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
Continues below advertisement