Covid Vaccine: ১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ, বিশদে জেনে নিন নিয়মাবলী

Continues below advertisement
২০২০ সালের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা রোগীর হদিশ মেলে। তার এক বছর পূর্ণ হওয়ার ঠিক ১৪ দিন আগে ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। ঠিক হয়েছে প্রথম দুই ধাপে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা, পঞ্চাশোর্ধ, কোমর্বিডিটি থাকা ব্যক্তি মিলিয়ে মোট ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের CoWIN অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। প্রথম সারির করোনা যোদ্ধারা ২৫ জানুয়ারি রাত ১২টার পর একই অ্যাপের মাধ্যমে টিকাকরণে নাম নথিভুক্ত করতে পারবেন। এর পর নতুন করে নাম নথিভুক্ত করা যাবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী কেউ চাইলেই এই মুহূর্তে ভ্যাকসিন নিতে পারবেন না।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram