করোনা: ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, আক্রান্ত ৫২ লক্ষ পার, মৃত ৮৪ হাজার ছাড়াল
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত ৫২ লক্ষ পার। মৃতের সংখ্যা ৮৪ হাজার ছাড়াল। দৈনিক সংক্রমণে এই নিয়ে ৪৩ দিন বিশ্বে একনম্বরে ভারত। একইসঙ্গে দৈনিক মৃত্যুতে আজও বিশ্বে ভারত শীর্ষে। দেশে বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতা। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৩৭২ জনের। একদিনে মৃত ১ হাজার ১৭৪। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৩২। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯৬ হাজার ৪২৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। দেশে মোট আক্রান্ত ৫২ লক্ষ ১৪ হাজার ৬৭৮। একদিনে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৪৭২ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৮২ হাজার ৭১৯। দেশে মোট সুস্থ ৪১ লক্ষ ১২ হাজার ৫৫২। দেশে মৃত্যুর হার কমে ১.৬২ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৭৮.৮৬ শতাংশ।
Tags :
ABP Anada Coronavirus Cases ABP Live Coronavirus In India Coronavirus India Coronavirus Update