করোনা: টানা তিনদিন দৈনিক মৃত্যুতে দেশে দু'নম্বরে বাংলা, শীর্ষে মহারাষ্ট্র

Continues below advertisement
করোনায় দেশে ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতার সংখ্যা। টানা তিনদিন দৈনিক মৃত্যুতে দেশে ২ নম্বরে বাংলা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। শীর্ষে মহারাষ্ট্র। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ৯৫ জনের। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৫২৭ জনের। একদিনে মৃত ৫১৭। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫০৮। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ পেরোল। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৯ হাজার ৮৮১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৮৯৩। দেশে মোট আক্রান্ত ৮০ লক্ষ ৪০ হাজার ২০৩। একদিনে দেশে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৪৮০ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৫৮ হাজার ৪৩৯। দেশে মোট সুস্থ ৭৩ লক্ষ ১৫ হাজার ৯৮৯। দেশে মৃত্যুর হার ১.৫০ শতাংশ। সুস্থতার হার ৯০.৮৫ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৭৫ হাজার ৭৬০ টি নমুনা পরীক্ষা হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ১০ কোটি ৬৫ লক্ষ ৬৩ হাজার ৪৪০টি নমুনা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram