অর্থনীতিতে করোনার কোপ: বিপন্ন ৪০ কোটি ভারতীয় শ্রমিকের ভবিষ্যৎ, বলছে আইএলও
Continues below advertisement
দেশের অর্থনীতি আগেই ধুঁকছিল কোরোনার থাবা মরার ওপর খাড়ার গায়ের মতো। এই পরিস্থিতিতে অর্থনীতি বড়সড়ো ধাক্কা খেতে পারে এবং বহু মানুষের চাকরি যেতে পারে বলে আশঙ্কা বহু বিশেষজ্ঞের। এবার উদ্বেগ বাড়িয়ে রাষ্ট্রপুঞ্জের অন্তর্গত আন্তর্জাতিক লেবর অর্গানিজশন বা আইএলও-র সতর্ক বার্তা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ৪০ কোটি ভারতীয় শ্রমিক দারিদ্রের গভীরে ডুবে যেতে পারে। রিপোর্টে বলা হয়েছে ভারত, নাইজেরিয়া, ব্রাজিলের মতো দেশ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কোটি কোটি শ্রমিক লকডাউনের জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ভারতে ৯০ শতাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। কংগ্রেস নেতা রাহুল গাঁধী জানিয়েছেন দেশের অন্নদাতা কৃষকরা আজ সংকটের মুখে, তাই ফসল কাটার জন্য সুরক্ষিতভাবে লকডাউন শিথিল করা একমাত্র রাস্তা।
Continues below advertisement
Tags :
COVID-19 Situation In The Country International Labour Organistaion Economic Condition Of Country Economic Coundition Coronavirus Latest News Abp Ananda Coronavirus Covid-19