উত্তরপ্রদেশে বাড়ছে করোনা, চিঠি দিলেও উদাসীন মুখ্যমন্ত্রী, আক্রমণ প্রিয়ঙ্কার
Continues below advertisement
উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে, এই অভিযোগ এনে ট্যুইটে যোগী আদিত্যনাথের সরকারকে বিঁধলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। তিনি লিখেছেন, "উত্তরপ্রদেশের ২৫টি জেলায় জুলাইয়ে করোনা সংক্রমণ মাত্রাছাড়া বেড়েছে। ৩ জেলায় ২০০% সংক্রমণ বেড়েছে, অন্য ৩ জেলায় ৪০০% এবং একটি জেলায় ১০০০%।" এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হলেও সেব্যাপারে নজর দেওযা হয়নি বলে দাবি প্রিয়ঙ্কার।
Continues below advertisement
Tags :
COVID In Uttar Pradesh ABP Live Priyanka Gandhi Uttar-Pradesh Yogi Adityanath Abp Ananda Coronavirus PM Modi Narendra Modi Congress