গোবর দিয়ে তৈরি চিপ-ই রুখবে মোবাইলের বিকিরণ! 'আজব' দাবি করে বিতর্কে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ চেয়ারম্যান
Continues below advertisement
গরুর বর্জ্য ব্যবহার নিয়ে এবার বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় সরকারি আধিকারিকের। রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাথিরিয়ার দাবি, রোগ প্রতিরোধে গোবরই রক্ষাকবচ। গরুর এই বর্জ্য তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করে এবং তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তেজস্ক্রিয়তা-রোধে রেডিয়েশন চিপ হিসেবে গোবরকে মোবাইল ফোনেও ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য সরকারি আধিকারিকের।
Continues below advertisement
Tags :
RKA Chairman Mobile Radiation Vallabhbhai Kathiria ABP Ananda LIVE Corona Cow Dung Abp Ananda