Delhi Chalo protest : দিল্লিতে কৃষক আন্দোলনের আঁচ কলকাতাতেও, আন্দোলন নিয়ে শুরু রাজনৈতিক তরজা

Continues below advertisement
রাজধানীতে কৃষকদের বিক্ষোভ। ঠাণ্ডার মধ্যেই কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকদের উপর জলকামান। কাঁদানে গ্যাসের সেল। কাঁটা তারের বেড়া। কার্যত রাস্তা কেটে কৃষকদের আটকানোর চেষ্টা। কিন্তু তা সত্ত্বেও মোদি সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলনে অনড় বিক্ষোভকারী কৃষকরা। যমুনা পাড়য় কৃষক বিক্ষোভের আঁচ এসে পড়ল প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে গঙ্গা পাড়েও।
কৃষি বিলের বিরোধিতা ও দিল্লিতে কৃষকদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে রবিরার BJP-র রাজ্য দফতর অভিযানের ডাক দেন কলকাতার শিখ সম্প্রদায়ের বাসিন্দারের একাংশ। BJP-র পার্টি অফিসে পৌঁছানোর আগে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। কৃষক আন্দোলন নিয়ে বিরোধীদের নিশানা করেছে BJP। পাল্টা আক্রমণ করেছে বিরোধীরাও। এই প্রেক্ষাপটে ফের একবার মন কি বাতে কৃষি আইনের পক্ষে সওয়াল করেছেন মোদি। আলোচনায় বসার বার্তা দিয়েছেন অমিত শাহ। দেশ থেকে রাজ্য কৃষকদের আন্দোলন নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram