Delhi Election: আম আদমি পার্টির দফতরে শুরু বিজয়োৎসব

Continues below advertisement

৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় সংখ্যাগরিষ্ঠতার পথে আম আদমি পার্টি। অধিকাংশ আসনে এগিয়ে আপের প্রার্থীরা। অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি। কংগ্রেস এখনও খাতা খুলতে পারেনি। ২১টি গণনা কেন্দ্রে ভোট গণনা চলছে। দিল্লির মসনদ কার দখলে, তা দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ হয়। এক দিকে, দিল্লিবাসীর জন্য কেজরিওয়াল সরকারের কাজের তালিকা, অন্য দিকে বিজেপির জাতীয়তাবাদী প্রচার, পাশাপাশি সিএএ-এনআরসি-এনপিআর, শাহিন বাগ আন্দোলন - এমন একাধিক ইস্যুকে সামনে রেখে এবারের দিল্লি ভোট হয়েছে। বিভিন্ন বুথফেরত সমীক্ষায় এগিয়ে আম আদমি পার্টি।যদিও, সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপিও।

২০১৫ সালের বিধানসভা ভোটে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল আম আদমি পার্টি। কিন্তু ২০১৯-এ অর্থাৎ গত লোকসভা ভোটে, চিত্রটা উল্টে যায়। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। ৫টিতে কংগ্রেস। আপ একটিতেও নয়। লোকসভার ৭টি আসনের ৭টিতেই জেতে বিজেপি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram