দিল্লির হিংসা নিয়ে মধ্যরাতে শুনানি, আহতদের বড় হাসপাতালে ভর্তি করতে দিল্লি পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Continues below advertisement
দিল্লির হিংসা নিয়ে মধ্যরাতে শুনানি। আহতদের দ্রুত বড় হাসপাতালে ভর্তি করতে দিল্লি পুলিশকে নির্দেশ বিচারপতির। মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ বিচারপতি এস মুরলীধরের বাড়িতে শুরু হয় জরুরি ভিত্তিতে শুনানি। উপস্থিত ছিলেন দিল্লি হাইকোর্টের অপর বিচারপতি জি এস সিস্তানি এবং দিল্লি পুলিশের পদস্থ কর্তারা। সংঘর্ষে আহতদের একাংশ ভর্তি আল হিন্দি হাসপাতালে। বিচারপতির ঘর থেকে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে পুলিশ। তারপরই পরিকাঠামোযুক্ত বড় হাসপাতালে আহতদের ভর্তির নির্দেশ দেন বিচারপতি। সেই মতো রাতেই আল হিন্দ হাসপাতাল থেকে আহতদের অন্যত্র ভর্তির ব্যবস্থা করে পুলিশ। এই নিয়ে আজ হাইকোর্টে রিপোর্ট দিতে হবে দিল্লি পুলিশকে। আজ দুপুর সোয়া দুটোয় ফের শুনানি।
Continues below advertisement