দেখুন, সবরমতী আশ্রমে চরকায় সুতো কাটার পদ্ধতি হাতেকলমে দেখলেন সস্ত্রীক ট্রাম্প

Continues below advertisement
ভারতে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া ও মেয়ে-জামাই ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনার। আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান অবতরণ করে। স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরেই গুজরাতি নৃত্যের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এখান থেকে স্ত্রী-মেয়ে-জামাইকে নিয়ে ট্রাম্প পৌঁছন সবরমতী আশ্রমে। সেখানে গাঁধীর প্রতিকৃতিতে মাল্যদান। তারপর গাঁধী যেখানে বসে চরকা কাটতেন, সেখানেই বসে সস্ত্রীক চরকা কাটারও চেষ্টা করেন ট্রাম্প। আশ্রমের প্রতিনিধিরা তাঁকে দেখিয়ে দেন, কীভাবে চরকা কাটতে হয়। আশ্রমের ভিজিটর্স বুকে স্বাক্ষরও করেন সস্ত্রীক ট্রাম্প।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram