Rahul Gandhi: 'এক ইঞ্চিও পিছু হটবেন না, আমরা সঙ্গে আছি', কৃষকদের পাশে দাঁড়িয়ে হুঙ্কার রাহুল গাঁধীর
Continues below advertisement
আজ সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গাঁধী বলেন, "আপনারা জানেন কৃষক বিক্ষোভে দেশে কী চলছে। অনেকটা জিনিস মানুষের কাছে এখন পরিষ্কার। এই তিনটি আইন কী? প্রথম আইন হল মান্ডি প্রথার বিনাশ ও কৃষি বাজার ধ্বংস। দ্বিতীয়টি আইনটিও আমাদের চাষিদের জন্য অসুবিধাজনক দরদাম করার ক্ষেত্রে। তৃতীয়টি হল চাষিদের ক্ষোভ থাকলেও তাঁরা কোর্টে যেতে পারবেন না। সরকার কী কৃষকদের জীবন বিপন্ন করছে।" এদিন আন্দোলনরত কৃষকদের উদ্দেশে রাহুলের বার্তা, " আপনারা আন্দোলন থেকে এক ইঞ্চিও পিছু হটবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি।"
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Abp Ananda Rahul Gandhi Delhi Farmers Protest Congress