Dragonfly Club Mumbai Raid: করোনা বিধি উপেক্ষা মুম্বইয়ের নাইট ক্লাবে পার্টি, সুরেশ রায়না-সুজান খানের বিরুদ্ধে অতিমারী আইনে মামলা
Continues below advertisement
অতিমারী আইন উপেক্ষার অভিযোগে মামলা সুরেশ রায়নার (Suresh Raina) বিরুদ্ধে। একই অভিযোগ হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান (Sussanne Khan) ও গায়ক বাদশার বিরুদ্ধেও। প্রত্যেকের বিরুদ্ধেই আইন ভেঙে পার্টি করার অভিযোগ উঠেছে। গতকাল রাতে আন্ধেরির জনপ্রিয় ড্রাগনফ্লাই ক্লাবে হানা দেয় মুম্বই পুলিশ। অভিযোগ, রাত্রিকালীন কারফিউ চলাকালীন তা উপেক্ষা করে ভিতরে উদ্দাম পার্টি চলছিল। সূত্রের খবর, ক্লাব থেকে মোট ২৭ জন আগত ও ৭ কর্মচারীকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৮৮ ধারা ও অতিমারী আইনের ও ২৬৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Guru Randhawa Mumbai Night Club Raid Badshah ABP Ananda LIVE Sussanne Khan Suresh Raina Abp Ananda