তাপমাত্রা মাইনাস ৩১.৫ ডিগ্রি, আন্টার্কটিকার চেয়েও ঠান্ডা কারগিল-লাদাখ
Continues below advertisement
পারদ পতনে আন্টার্কটিকাকেও ছাপিয়ে গেল কারগিল-লাদাখ। আন্টার্কটিকায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে লাদাখের দ্রাসের পারদ নামল মাইনাস ৩১.৫ ডিগ্রিতে। কারগিলের পারদ নামল মাইনাস ২৭ ডিগ্রিতে এবং লে মাইনাস ২০ ডিগ্রি। শীতে জবুথবু জম্মু-কাশ্মীরও। শুক্রবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৬ ডিগ্রি। আর পহেলগামের পারদ নামে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে।মাইনাসে নামল মরু রাজ্য রাজস্থানের মাউন্ট আবুর তাপমাত্রা। ১১৮ বছরের রেকর্ড ভেঙে শুক্রবার ডিসেম্বরের শীতলতম দিন ছিল দিল্লিতে। এদিকে, মেঘ কাটতেই জাঁকিয়ে ঠান্ডা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। নতুন বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা
Continues below advertisement