কেন্দ্রের আর্থিক প্যাকেজ ‘হেডলাইন ও ফাঁকা পাতা’, কটাক্ষ চিদম্বরমের, ‘কোথা থেকে আসবে টাকা’, প্রশ্ন ডেরেকের
Continues below advertisement
কেন্দ্রের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজকে ‘হেডলাইন ও ফাঁকা পাতা’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। করোনা পরিস্থিতিতে দেশের হাল ফেরাতে গতকালই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ওই প্রসঙ্গে চিদম্বরম ট্যুইটে বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওই ফাঁকা পাতা ভরাতে পারেন কি না , সেটাই দেখার।
Continues below advertisement
Tags :
Derek O Brien Economic Package Abp Ananda P Chidambaram Covid-19 Coronavirus PM Modi Narendra Modi TMC Congress