জাতীয় শিক্ষা নীতিতে বদল: ‘গুরুত্বহীন’ মাধ্যমিক, অনার্স কোর্স ৪ বছরের, উঠে গেল এমফিল

Continues below advertisement

৩৪ বছর পরে জাতীয় শিক্ষানীতিতে বদল। নতুন জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বদলে ফিরছে শিক্ষামন্ত্রক। নতুন জাতীয় শিক্ষানীতিতে ‘গুরুত্বহীন’ মাধ্যমিক। স্নাতকে অনার্স কোর্স ৪ বছর পর্যন্ত।  ১ অথবা ২ বছরে স্নাতকোত্তরের সংস্থান। নতুন শিক্ষানীতিতে উঠছে এম ফিল। দ্বাদশে কলা এবং বিজ্ঞানে উঠছে তফাৎ। পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষা। অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষায় ঐচ্ছিক। নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষার অধিকার। ২০২৫-এর মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত। নতুন শিক্ষানীতিতে উচ্চশিক্ষা ক্ষেত্রে এখন থেকে পড়ুয়াদের আরও সুযোগ। উচ্চশিক্ষার তত্ত্বাবধানে একটিই নিয়ন্ত্রক সংস্থা। দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার প্রস্তাব। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে ৮টি সিমেস্টার। দ্বাদশ শ্রণিতে বোর্ডের পরীক্ষায় ৮টি সিমেস্টারের প্রস্তাব। পদার্থবিদ্যা নিয়ে পড়লেও, থাকতে পারে সঙ্গীত । পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়লেও, ফ্যাশন ডিজাইনিং পড়ার সুযোগ। ৫+৩+৩+৪ ভাগে ১৫ বছরের স্কুল স্তরে পড়াশোনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram