Farmers' Protest LIVE Updates: আন্দোলনরত কৃষকদের আলোচনায় ডাক কেন্দ্রের, ডাকতে হবে সব সংগঠনকেই, দাবি পঞ্জাব কিষাণ সংঘর্ষ কমিটির
অধরা রফাসূত্র। কেন্দ্রের শর্তহীন আলোচনার প্রস্তাবে না আন্দোলনরত কৃষকদের। শুধুমাত্র পঞ্জাবের ৩২টি সংগঠনকে নয়, ডাকতে হবে দেশের সমস্ত কৃষক সংগঠনকে, দাবি পঞ্জাব কিষাণ সংঘর্ষ কমিটির। আজ দুপুর ৩টেয় আন্দোলনরত কৃষকদের সঙ্গে শর্তহীন আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। দেশে ৫০০-রও বেশি কৃষক সংগঠন রয়েছে। সমস্ত সংগঠনগুলিকে বৈঠকে ডাকতে হবে বলে পাল্টা দাবি করে পঞ্জাব কিষাণ সংঘর্ষ কমিটি। কৃষক সংগঠনগুলির সঙ্গে কথা বলার আগে সকাল সাড়ে দশটা নাগাদ বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে আলোচনা। উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। বিকেল ৩টেয় কৃষকদের সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর ছাড়াও থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং সোম প্রকাশ। অন্যদিকে, গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু ও টিকরি সীমানায় অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। অশান্তির আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে দুটি সীমানা। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।