Farmers' protest: কৃষকদের জন্য দিল্লির নয়টি স্টেডিয়ামে জেল বানিয়েছে কেন্দ্র, দাবি কেজরীবালের
Continues below advertisement
কৃষক সংগঠনগুলির আন্দোলনকে সমর্থন জানালো ১৬টি রাজনৈতিক দল। রয়েছে AAP-ও। আগামীকাল ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরীবাল বলেন, 'কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ আমাদের থেকে দিল্লির নয়টি স্টেডিয়াম জেল বানানোর জন্য অনুমতি নিয়েছে। ওদের পরিকল্পনাই ছিল, দিল্লিতে কৃষকদের আসতে দেবে তারপর তাদেরকে জেলে পুরে দেবে। কৃষকদের আন্দোলন একেবারেই উচিত আন্দোলন। শুরু থেকেই আমরা এই আন্দোলনের সঙ্গে থেকেছি।" বাম-কংগ্রেস-সমাজবাদী পার্টি-আরজেডির পর সমর্থন শিবসেনার। আন্দোলনকে সমর্থন জানিয়েছে বহুজন সমাজ পার্টিও। রাস্তায় নেমে সমর্থন জানাবে আম আদমি পার্টি। দক্ষিণ থেকে আন্দোলনকে সমর্থন DMK-এর। জয়পুর থেকে দিল্লি মার্চের প্রস্তুতি কৃষকদের।
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Arvind Kejriwal Abp Ananda Aap Farmers Protest