ফটাফট: ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে আজ ভবানী ভবনে রেল-রাজ্য বৈঠক, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
করোনা কালে লোকাল চালুর দ্বিতীয় দিন। অফিস টাইমে উধাও দূরত্ববিধি। টিকিট কাউন্টারে ভিড় সামলামে হিমশিম আরপিএফ। ভিড় কমাতে বেশি সংখ্যক ট্রেন চালানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর।আজ ভবানী ভবনে রেল-রাজ্য বৈঠক।

করোনাকালে এবার হবে না দশম-দ্বাদশের টেস্ট। সরাসরি পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা। মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। টেট নিয়েও ঘোষণা করেন তিনি। রাজ্য পুলিশের তিন নতুন ব্যাটেলিয়ন গঠনের কথা জানালেন মুখ্যমন্ত্রী।


সপ্তমবার বিহার জয়ের পর বিহারে জয়ের পর ১৬ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। বাংলায় একাধিক কর্মী খুনে তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি। বিহার জয়ের পর নাম না করে হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। বিহার নির্বাচন জয়ের পর রাজ্য বিজেপির নতুন স্লোগান, ‘এবার বাংলা পারলে সামলা’। ‘সামলে তো নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়’, পাল্টা ফিরহাদ হাকিম। শুভেন্দু-জল্পনার মধ্যে ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তা প্রত্যাহার।


রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩,৮৭২। মৃত ৪৯।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram