ফটাফট: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবরগুলি, শটগান নিয়ে রাজনৈতিক চাপানউতোর থেকে, রাজ্য-দেশের বনধের সব খবর

Continues below advertisement
কাছ থেকে শটগানের গুলির আঘাতে জখম হয়ে উত্তরবঙ্গে মৃত্যু। উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। শটগান পুলিশ ব্যবহার করে না বলে দাবি। মিছিলে সশস্ত্র বহিরাগত, অভিযোগ পুলিশের টুইটে। আদালতে যাওয়ার হুঁশিয়ারি BJP-র। 'শটগান ওদেরই, আদালতে গেলে যাক।' পাল্টা Trinamool Congress। Siliguri-তে BJP-র ডাকা বনধে উত্তেজনা। এমজি মোড়ে সরকারের বিজ্ঞাপন ছিঁড়ে পুড়িয়ে দেন BJP কর্মীরা। তারপরই TMC-BJP সংঘর্ষ। আজ দেশজুড়ে কৃষক ধর্মঘট। মানুষের অসুবিধার কথা ভেবে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চাক্কা জ্যাম। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram