ফটাফট: বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র মাথাভাঙা, জলপাইগুড়িতে তৃণমূলের জেলা পরিষদের সহ সভাধিপতিকে গুলি

Continues below advertisement
বিজেপি (BJP) নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে রণক্ষেত্র মাথাভাঙা। বিজেপির থানা ঘেরাও কর্মসূচির আগে প্রতিবাদ মিছিলে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পরে বাঁশ-লাঠি নিয়ে রাস্তার দু'ধারে থাকা গাড়ি-বাইকে ভাঙচুর চালানো হয়। INTTUC-এর একটি অফিসেও ভাঙচুর চালানো হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শিলিগুড়ি থেকে ফেরার পথে জলপাইগুড়ির মালবাজারে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সহ সভাধিপতিকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। তৃণমূল নেতার পায়ে গুলি লেগেছে। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ভার্চুয়াল কনফারেন্সে ছয় রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। কিষাণ সম্মান নিধি যোজনায় নয় কোটি কৃষকের অ্যাকাউন্টে দিলেন ১৮০০০ কোটি টাকা। কিষাণ সম্মান নিধির টাকা পেলেন না একমাত্র বাংলার কৃষকরাই। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram