'মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলায় NRC করতে পারবেন না মোদি', কেতুগ্রামে সভায় চ্যালেঞ্জ অনুব্রতর

Continues below advertisement
কেতুগ্রামে সভা করছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) সেখানে তিনি বলেন, 'কৃষকদের মারতে চলেছেন, বাংলা কি জমিদারি? লজ্জা লাগে না নরেন্দ্র মোদির (Narendra Modi)? এই ঠাণ্ডায় দিল্লিতে কৃষকরা আন্দোলন করছেন। তিনি খবর নেন না। আইন পাশ করে দেন। তিনি কৃষকদের মারতে চলেছেন। এরপর তিনি বলছেন, NRC করবেন। অমিত শাহ (Amit Shah) বলে গেছেন NRC করব। পারবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে NRC করতে পারবেন না। তোমার ক্ষমতার আছে তো? পারবে না। রক্তগঙ্গা বয়ে যাবে, শরীরের সব রক্তক্ষয় করব কিন্তু NRC করতে দেব না। চ্যালেঞ্জ করে গেলাম। বাংলারা টা আটকে রেখে দিয়েছেন নরেন্দ্র মোদি। বাংলার ভাগের টাকা দাও, ভিক্ষে চাইছি না।  মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দুনিয়ার প্রথম। মোদি মানুষকে ঠকান, মমতা কাউকে ঠকান না। বলছে একুশের নির্বাচন ভয়ঙ্কর নির্বাচন হবে। মমতার সঙ্গে পারবে? লজ্জা পান না মোদি। আমার অঞ্চল সভাপতির সঙ্গে মোদি পারবেন না।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram