ফটাফট: করোনার পাশাপাশি বাড়ছে বার্ড ফ্লুর আতঙ্ক, করোনার ভ্যাকসিন নিলেন ইংল্যান্ডের রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ

Continues below advertisement
১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে করোনা টিকাকরণ। শুরুতেই ৩ কোটি স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধাকে ভ্যাকসিন। পরের ধাপে দেওয়া হবে প্রায় ২৭ কোটি ডোজ। করোনা থাবার প্রায় এক বছর পর অবশেষে দেশে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিনেশন। প্রথম দুদফায় ৩০ কোটিকে ভ্যাকসিন দেওয়া হলেও কেউ চাইলেই নিজে থেকে ভ্যাকসিন নিতে পারবেন না। এমনটাই খবর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২৮ জনের। সুস্থতার হার বেড়ে ৯৬.৪১%। করোনার নতুন স্ট্রেনে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০। করোনার পাশাপাশি বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। সংক্রমণ রুখতে দিল্লিতে মুরগির আমদানি নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ১০ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে গাজিপুরের পোলট্রি বাজার। করোনার ভ্যাকসিন নিলেন ইংল্যান্ডের রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ। খবর বাকিংহাম প্যালেস সূত্রে। আগামী সপ্তাহে ভ্যাকসিন নেবেন বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram