ফটাফট: 'কেন্দ্র-রাজ্য় সমন্বয়ের অভাবে উন্নয়নের দিক থেকে পিছিয়ে বাংলা', BJP-তে যোগ দিয়েই আক্রমণ Rajib Banerjee-র

Continues below advertisement
'কেন্দ্র-রাজ্য় সমন্বয়ের অভাবে উন্নয়নের দিক থেকে পিছিয়ে বাংলা'। বিজেপিতে (BJP) যোগদানের পর দাবি রাজীবের (Rajib Banerjee)। 'বিশ্বাসঘাতকদের প্রত্যাখান করবে বাংলার মানুষ'। মন্তব্য কুণাল ঘোষের (Kunal Ghosh)। আজ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হবে  বিজেপির সভা ও যোগদান মেলা। ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা অমিত শাহের (Amit Shah)। আসছেন স্মৃতি ইরানি। থাকবেন রাজীব-বৈশালী (Baishali Dalmiya), প্রবীর ঘোষালরাও (Prabir Ghoshal)। দিল্লি থেকে পাঠানো চার্টার্ড বিমানে শনিবার এক সঙ্গে রাজধানীতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, পার্থসারথী চট্টোপাধ্যায়রা। পরে পৌঁছান রুদ্রনীল ঘোষ। আসছেন না অমিত শাহ। বাতিল ঠাকুরনগরের সভা। শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মতুয়াদের একাংশ। 'কিছু বলার নেই, তাই এলেন না।' খোঁচা মমতাবালা ঠাকুরের। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram