ফিল্মস্টার: ওয়েব কনটেন্টে মহিলাদের দাপট, হলে মুক্তির অপেক্ষায় '৮৩', 'লাল সিং চাড্ডা'

Continues below advertisement
পরিবর্তিত পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা বাড়ছে। বাড়ছে ওয়েব কনটেন্টের পরিমান এবং তাতে মহিলাদের দাপট বেশি বই কম নয়। এমনই কিছু মহিলা তারকাদের ওয়েব সফর দেখে নিন উইকএন্ড অবসরে। অন্যদিকে, ওটিটি প্লাটফর্মের চাহিদা বাড়লেও বেশি কিছু বড় বাজেটের ছবি যেমন ৮৩, সূর্যবংশী, লাল সিং চাড্ডা ইত্যাদি অপেক্ষা করে আছে হলে মুক্তি পাওয়ার আশায়। এই সমস্ত ছবি সম্বন্ধে অজানা তথ্যগুলি জানতে চোখ রাখুন ফিল্মস্টারে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram