ফিরে দেখা ২০২০: কংগ্রেসে বেসুরো সুর থেকে রাজধানীতে 'আপ' কি সরকার, এক নজরে রাজনীতিতে তোলপাড় ফেলা ঘটনা
Continues below advertisement
কমলনাথ, দিগ্বিজয় সিংহের সঙ্গে বিরোধের জেরে ১১ মার্চ কংগ্রেস ছাড়েন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আনুষ্ঠানিক ভাবে যোগ দেন বিজেপিতে। অন্যদিকে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে বিবাদের জেরে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের কংগ্রেস ছাড়ার জল্পনা শুরু হয়। পরে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা-বেচার অভিযোগ আনে কংগ্রেস। কংগ্রেসের শোচনীয় পরিস্থিতির আবহে দলকে বিকল্প নেতৃত্বের খোঁজ করতে বলে সোনিয়া গাঁধীকে চিঠি দেন এক ঝাঁক প্রথম সারির কংগ্রেস নেতা। অন্যদিকে দিল্লি বিধানসভা ভোটে বিরোধীদের হারিয়ে ফের সরকার গঠন করে আম আদমি পার্টি। যদিও দেশের ৫৯টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ভাল ফল করে বিজেপি।
Continues below advertisement
Tags :
Aam Admi Party Fire Dekha 2020 National News Kamalnath Sachin Pilot Jyotiraditya Scindia Delhi Election Arvind Kejriwal Congress