৩ দিনের হেফাজত শেষে আজ ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও রানা কপূরকে ফের আদালতে পেশ

Continues below advertisement
৩ দিনের হেফাজত শেষ। ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও রানা কপূরকে আজ ফের আদালতে পেশ করবে ইডি। গত রবিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রানা কপূরকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ঋণশোধের সম্ভাবনা নেই জেনেও রানা কপূরের নির্দেশে DHFL-কে ৩৫০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে ইয়েস ব্যাঙ্ক। বিনিময়ে রানার পরিবারের মালিকানাধীন সংস্থা ডু-ইট আরবান ভেঞ্চার্সকে আবার DHFL ৬০০ কোটি টাকা দেয়। ইতিমধ্যেই রানা কপূরের পরিবারের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। রানা কূপরের স্ত্রী ও মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বাজেয়াপ্ত হয়েছে প্রিয়ঙ্কা গাঁধীর থেকে ২ কোটি টাকায় কেনা ছবিও। ২০১০ সালে ছবিটি কিনেছিলেন রানা কপূর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram