কংগ্রেস ও প্রণব শব্দদুটো তো এক সূত্রে গাঁথা! কিন্তু, সবাইকে চমকে দিয়ে প্রণব পৌঁছে যান নাগপুরে! শুনুন সেইদিনের কথা

Continues below advertisement
আদ্যোপান্ত কংগ্রেসি হয়েও, ২০১৮ সালে সবাইকে চমকে দিয়ে আরএসএস-এর আমন্ত্রণে নাগপুরে গিয়ে ভাষণ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তবে সেখানেও প্রণবের মুখে ছিল বহুত্ববাদের পাঠ। তিনি মনে করতেন, অন্যের মতাদর্শকে ঘৃণা করা নয়, বরং নিজের মতকে জোরালোভাবে প্রতিষ্ঠা করাটাই আদর্শ পন্থা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram