'মাথায় হাতুড়ি মারলে প্রণবের মুখ দিয়ে ধোঁয়া বেরোবে, কিন্তু কথা বেরোবে না', তাঁর পাইপ-প্রীতি নিয়ে মজা করে বলেছিলেন ইন্দিরা গাঁধী
Continues below advertisement
ইন্দিরা গাঁধীর বিশ্বস্ত সৈনিক ছিলেন প্রণব মুখোপাধ্যায়। চড়াই-উৎরাই এলেও, সম্পর্কে কখনও চিড় ধরেনি। একসময় খুব পাইপ খেতেন প্রণব মুখোপাধ্যায়। এ নিয়ে মজা করে একবার ইন্দিরা বলেন, "প্রণবের মাথায় হাতুড়ি মারলে মুখ থেকে ধোঁয়া বেরোবে, কিন্তু কোনও কথা বেরোবে না।" এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই গল্প শুনিয়েছিলেন প্রণববাবু।
Continues below advertisement
Tags :
Pranab Mukherjee Demise ABP Live Pranab Mukherjee Death Pranab Mukherjee Indira Gandhi Abp Ananda