ফের গ্যাস লিকের আতঙ্ক বিশাখাপত্তনমে, রাসায়নিক কারখানায় মৃত ২, হাসপাতালে ভর্তি ৪
Continues below advertisement
ফের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিক। ২ শ্রমিকের মৃত্যু। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪ জন। সেইনর লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড নামে বিশাখাপত্তনমের ওই কারখানায় বেঞ্জিমিডাজোল গ্যাস লিক হয় বলে জানা গিয়েছে। মাসকয়েক আগে বিশাখাপত্তমের একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। এরপরই গুজরাতের ভারুচে রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয় ৮ জনের।
Continues below advertisement
Tags :
Chemical Factory Dead Due To Gas Leak Gas Leak At Visakhapatnam Gas Leak At Chemical Factory ABP News Live Bengali Gas Leak ABP Ananda LIVE Abp Ananda