Glacier collapse in Joshimath: 'নন্দপ্রয়াগের পর থেকে অলকানন্দার স্রোত স্বাভাবিক, ক্রমশ নামছে জলস্তরও', জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

Continues below advertisement
উত্তরাখণ্ডে ভয়াবহ বিপর্যয়। ধৌলিগঙ্গার বাঁধে ফাটল, প্লাবিত জোশীমঠ। ভাঙল নন্দাদেবীর হিমবাহ। খালি করা হচ্ছে আশপাশের গ্রাম, নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দেরাদুনেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘নন্দপ্রয়াগের পর থেকে অলকানন্দার জলের স্রোত স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন জল স্বাভাবিকের চেয়ে এক মিটারের বেশি উপর দিয়ে বইছে। তবে জলস্তর ধীরে ধীরে নামছে। মুখ্যসচিব, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব, পুলিশ আধিকারিক এবং আমার সব দল ডিজাস্টার কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছে।’
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram