কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে হত ২ লস্কর কম্যান্ডার, মৃত্যু কর্নেল, মেজর সহ ৫ জনের
করোনা মোকাবিলায় লকডাউনের মধ্যেই কাশ্মীরের কুপওয়াড়ায় সেনা-জঙ্গি সংঘর্ষ।কর্নেল, মেজর, সেনা জওয়ান, পুলিশ কর্মী সহ ৫ জনের মৃত্যু। সংঘর্ষে নিহত পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার হায়দর সহ ২। জঙ্গিদের একটি দল হান্দোয়াড়ায় একটি বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশের একটি দল। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে মৃত্যু হয় ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ ও জম্মু কাশ্মীর পুলিশের সাব ইন্সপেক্টর শাকিল কাজির। ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় লস্করের শীর্ষ নেতা সহ দুই জঙ্গির। বাড়ির বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
Tags :
LeT Commander Killed Indian Army Encounter Narendra Modi Tweet Handwara Kupwara Kashmir Indian Army Police Officer Abp Ananda India Army Killed