Hathras Gang Rape: নির্যাতিতার বাড়িতে সিট-এর প্রতিনিধিরা, আজ হাথরস যাচ্ছেন রাহুল- প্রিয়ঙ্কাও

Continues below advertisement
উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নারকীয় অত্যাচার ও তাঁর মৃত্যুর ঘটনায় আলোড়িত গোটা দেশ। ওই ঘটনার তদন্তে সিট গঠন করেছে যোগী আদিত্যনাথ সরকার।  আজ সিট-এর সদস্যরা নির্যাতিতার বাড়িতে যান।  তাঁরা পরিবারকে আশ্বস্ত করেছেন,  সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রশাসনকে জমা দেওয়া হবে। তবে এরই মধ্যে নির্যাতিতার বাবাকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।  নির্যাতিতার বাবা লিখিতভাবে জানিয়েছেন, প্রশাসনের ভূমিকায় তিনি সন্তুষ্ট।  এ নিয়ে যাতে আন্দোলন বিক্ষোভ না হয়, তার জন্যও তিনি আবেদন করেছেন। বিরোধীদের অভিযোগ, কার্যত নির্যাতিতার বাবাকে দিয়ে এইভাবে মুচলেকা লিখিয়ে নিয়েছে যোগী সরকার।  এরই মধ্যে আজ রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধীর হাথরস যাওয়ার কথা।  তবে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। হাথরসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram