ABP Ananda EXCLUSIVE from Hathras: 'পুলিশ যা করছে, তা একদম ভুল', অভিযোগ হাথরসের ক্ষুব্ধ বাসিন্দাদের

Continues below advertisement
হাথরসে এবিপি আনন্দকে ঢুকতে বাধা। স্থানীয়রা জানান, পুলিশ যা করছে, সেটা একদম ভুল করছে। এবিপির প্রতিনিধিদের চ্যালেঞ্জ, যদি সরকারের ক্ষমতা থাকে তাহলে তাঁদের প্রশ্নের উত্তর দিক। তাঁদের কথায়, লড়াই চলবে যতক্ষণ না নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাচ্ছে। এটা শুধু একটা গ্রামের মেয়ের লড়াই না, এটা প্রত্যেক ভারতবাসীর লড়াই, যাদের ঘরে মেয়ে আছে। এদিন সকালে পুলিশের বাধা অতিক্রম করে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চেষ্টা করছেন এবিপি প্রতিনিধিরা। কিন্তু গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশি নজর এড়িয়ে জমির পাশের রাস্তা দিতে যেতে গেলেও এবিপির প্রতিনিধিকে বাধা দেয় পুলিশ। এবিপির প্রতিনিধিরা সেখানে ফের প্রতিবাদে বসেন। গণধর্ষন কাণ্ডের পর এখনও থমথমে হাথরস। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না সংবাদমাধ্যমের প্রতিনিধিকে? উত্তর নেই যোগী রাজ্যের পুলিশের কাছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram