HATHRAS UPDATE: হাথরাসে রাহুলকে গ্রেফতারের প্রতিবাদে বাংলায় জেলায় জেলায় বিক্ষোভে কংগ্রেস
Continues below advertisement
হাথরসকাণ্ড ও রাহুল গাঁধীকে হেনস্থার প্রতিবাদ। জেলায় জেলায় বিক্ষোভ ও প্রতীকী অবরোধ কর্মসূচি কংগ্রেসের। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরস এবং বলরামপুরে দুই দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ। প্রতিবাদে উত্তাল দেশ। বৃহস্পতিবার নির্যাতিতার বাড়িতে যেতে গেলে বাধার মুখে পড়েন প্রিয়ঙ্কা ও রাহুল গাঁধী। যোগী রাজ্যের এক পুলিশকর্মীর ধাক্কায় রাস্তায় পড়ে যান রাহুল। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল এই রাজ্যেও। হাথরাস কাণ্ডের প্রতিবাদে এবং রাহুল গাঁধীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ এবং প্রতীকী অবরোধ নেয় কংগ্রেস।
Continues below advertisement
Tags :
ABPKoMatRoko Hathras Rape Up Police Uttar-Pradesh Yogi Adityanath Abp Ananda Rahul Gandhi Congress