Hathras Update:ফের হাথরসের পথে রাহুল, 'অধিকার সবারই আছে,' প্রতিক্রিয়া অধীরের, 'রাজনীতি করতে যাচ্ছেন,' খোঁচা স্মৃতির

Continues below advertisement
প্রথমবার বাধা পেলেও আজ আবার হাথরসের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধী। সঙ্গে আছেন আরও ৩৫ জন সাংসদ। হাথরস ভারতবর্ষের বাইরের কোন জায়গা নয়, সেখানে যাওয়ার অধিকার সবারই আছে, প্রতিক্রিয়া অধীরের। রাজনীতি করতে যাচ্ছেন রাহুল গাঁধী, ইনসাফ দিতে নয়, ঘটনা প্রসঙ্গে খোঁচা স্মৃতি ইরানির। হাথরসে পৌঁছেছেন স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি। শুনছেন নির্যাতিতার পরিবারের অভিযোগ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram