Hathras Update : ৩৫ জন সাংসদকে নিয়ে হাথরসের পথে রাহুল, পরিবারের অভিযোগ শুনলেন স্বরাষ্ট্রসচিব-ডিজিপি
Continues below advertisement
সত্যের জয়, হাথরসে নির্যাতিতার বাড়িতে এবিপি আনন্দ। ২৭ ঘণ্টারও বেশি অপেক্ষার পর অবশেষে প্রশাসনের অনুমতি মেলে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি পৌঁছে গিয়েছেন হাথরসে। নির্যাতিতার পরিবারের অভিযোগ শুনছেন তাঁরা। অন্যদিকে, ৩৫ জন সাংসদ-সহ রাহুল গাঁধীও রওনা দিয়েছেন হাথরসের উদ্দেশে। পাশাপাশি জানা যাচ্ছে, হাথরসে যাবেন অখিলেশ যাদবও।
Continues below advertisement
Tags :
ABP Ko Mat Roko Hathras Media Ban Hathras Rape ABP Live Adhir Ranjan Chowdhury Priyanka Gandhi Uttar-Pradesh Yogi Adityanath Smriti Irani Abp Ananda Rahul Gandhi Hathras