Hathras Update: 'এই বাচ্চারা নির্দোষ, ধর্ষণ হয়নি' অভিযুক্তদের নির্দোষ ঘোষণা হাথরসের প্রাক্তন বিজেপি বিধায়কের!
Continues below advertisement
হাথরস-কাণ্ডে উত্তাল দেশ।পথে নাগরিক সমাজ থেকে রাজনৈতিক দলগুলো। এমনকি, মৃত্যুর আগে ক্যামেরার সামনেও নিজের ওপর হওয়া নারকীয় নির্যাতনের কথা জানিয়েছিলেন খোদ নির্যাতিতা। চাপে পড়ে এই ঘটনার সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু তা সত্ত্বেও উচ্চবর্ণের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজবীর সিং অভিযুক্তদের বাবা-মা এবং এলাকার উচ্চবর্ণের বেশ কয়েক জনকে নিয়ে প্রকাশ্যেই সভা করেন। সেখানে ক্লিনচিট দেওয়া হয় অভিযুক্ত চারজনকে! উল্টে প্রশ্ন তোলা হয় নির্যাতিতার ভূমিকা নিয়েই!
Continues below advertisement