প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের রাস্তায় ধস, ভেঙেছে বহু গাছ, প্লাবিত কর্ণাটকের বহু এলাকা

Continues below advertisement
মুম্বইয়ে প্রবল বৃষ্টির বিরাম নেই। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আজ সকাল ৬ টা থেকে শুরু হয়েছে বৃষ্টি। পেডার রোডে রাস্তায় ধস নেমেছে। সব থেকে খারাপ অবস্থা দক্ষিণ মুম্বইতে। প্রশাসন সূত্রে খবর, দক্ষিণ মুম্বইতে ৯ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে ৫০ টি গাছ। গতকাল প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১০৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। তাঁর জেরে গাছ ভেঙে পড়ার ঘটনা বেশি ঘটেছে। সব মিলিয়ে বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা মুম্বইতে।
অন্যদিকে কর্ণাটকে কিছু এলাকায় প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। কোডাগু জেলায় বন্যা পরিস্থিতির জেরে বহু গ্রাম জলমগ্ন। গ্রামবাসীদের অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। টানা ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে এই পরিস্থিতি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram