বিপর্যস্ত মুম্বই, তিনদিন ধরে তুমুল বৃষ্টিতে জলের তলায় বহু রাস্তা
Continues below advertisement
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। বানভাসি বাণিজ্য নগরীর বহু রাস্তা। আজও ভারী বৃষ্টির সতর্কতা। গত তিনদিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছে মুম্বইতে। ঘাটকোপার, কুরলা, চেম্বুর, অন্ধেরি, দাদার সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে বৃষ্টি। গতকাল জোয়ারের কারণে মুম্বইয়ের নীচু এলাকাগুলি জলমগ্ন। দিল্লিতেও সকাল থেকে মুষলধারে বৃষ্টি। গতকাল রাতেও ভারী বৃষ্টি হয়। তার জেরে সামান্য নেমেছে রাজধানীর তাপমাত্রা।
Continues below advertisement