পূর্ব লাদাখ: ৪৫ বছরে প্রথম! ভারত-চিন সংঘাতের আবহে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলল গুলি
Continues below advertisement
ভারত-চিন সংঘাতের আবহে এবার পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলল গুলি। সূত্রের খবর, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা। সতর্ক করতে ভারতীয় সেনার তরফে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় লাল ফৌজও। যদিও চিনের দাবি, টহলদারির সময় দুই বাহিনী মুখোমুখি হয়। তখনই গুলি চালায় ভারতীয় সেনা। পাল্টা ব্যবস্থা নেয় লাল ফৌজ। যদিও সরকারিভাবে গুলি চলার কথা জানানো হয়নি। অরুণাচল প্রদেশে ১৯৭৫ সালে শেষবার ভারত-চিন সীমান্তে গুলি চলেছিল। ৪৫ বছর পর এবার লাদাখ সীমান্তে গুলি চলল।
Continues below advertisement
Tags :
Indian Troop Firing At LAC Ladakh Tension Chinese Army Line Of Actual Control India China Conflict ABP Ananda LIVE Abp Ananda